» » নিশীথ অন্ধকারে

নিশীথ অন্ধকারে

(গান)

এ কী বেদনার উঠিয়াছে ঢেউ দূর সিন্ধুর পারে,

নিশীথ-অন্ধকারে।

পুরবের রবি ডুবিল গভীর বাদল-অশ্রু-ধারে,

নিশীথ-অন্ধকারে॥

ঘিরিয়াছে দিক ঘন ঘোর মেঘে,

পুবালি বাতাস বহিতেছে বেগে,

বন্দিনি মাতা একাকিনী জেগে কাঁদিতেছে কারাগারে,

শিয়রের দীপ যত সে জ্বালায় নিভে যায় বারে বারে।

নিশীথ-অন্ধকারে॥

মুয়াজ্জিনের কণ্ঠ নীরব আজিকে মিনার-চূড়ে,

বহে না শিরাজ-বাগের নহর, বুলবুল গেছে উড়ে।

ছিল শুধু চাঁদ, গেছে তরবার,

সে চাঁদও আঁধারে ডুবিল এবার,

শিরতাজ-হারা কাঁদে মুসলিম অস্ত-তোরণ-দ্বারে।

উঠিতেছে সুর বিদায়-বিধুর পারাবার-পরপারে।

নিশীথ-অন্ধকারে॥

ছিল না সে রাজা–কেঁপেছে বিশ্ব তবু গো প্রতাপে তার,

শত্রু-দুর্গে বন্দি থাকিয়া খোলেনি সে তরবার।

ছিল এ ভারত তারই পথ চাহি,

বুকে বুকে ছিল তারই বাদশাহি,

ছিল তার তরে ধুলার তখ্‌ত্ মানুষের দরবারে।

আজি বরষায় তারই তরবার ঝলসিছে বারে বারে।

নিশীথ-অন্ধকারে॥