রিক্তের বেদন কাজী নজরুল ইসলামের রচিত একটি গল্পগ্রন্থ। মোট ৮টি গল্প নিয়ে ১২ জানুয়ারি, ১৯২৫ খৃষ্টাব্দে (পৌষ, ১৩৩১ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয় এই গ্রন্থ। রিক্তের বেদনের প্রকাশক ওরিয়েণ্টাল প্রিণ্টার্স এণ্ড পাবলিশার্স লিমিটেড, কলিকাতা। নিবেদন রণ কোলাহলের মত্ততার মাঝে জন্মেছিল, তরুণ কবির ভাবরাজ্যের দ্যোতনা-ভরা এই উদ্ভাস। মেসোপটেমিয়ার ধূলি ঝেড়ে আমার ন্যায় ...
রিক্তের বেদন কাজী নজরুল ইসলামের রচিত একটি গল্পগ্রন্থ। মোট ৮টি গল্প নিয়ে ১২ জানুয়ারি, ১৯২৫ খৃষ্টাব্দে (পৌষ, ১৩৩১ বঙ্গাব্দ) প্রথম প্রকাশিত হয় এই গ্রন্থ। রিক্তের বেদনের প্রকাশক ওরিয়েণ্টাল প্রিণ্টার্স এণ্ড পাবলিশার্স লিমিটেড, কলিকাতা।
নিবেদন
রণ কোলাহলের মত্ততার মাঝে জন্মেছিল, তরুণ কবির ভাবরাজ্যের দ্যোতনা-ভরা এই উদ্ভাস। মেসোপটেমিয়ার ধূলি ঝেড়ে আমার ন্যায় অযোগ্য ব্যক্তিকেই একে কোল দিতে হয়েছিল। আমার অযোগ্যতাই এতদিন কবির হৃদয়োচ্ছ্বাসকে চেপে রেখে সহৃদয় পাঠকবর্গের সহিত তার পরিচয়ের ব্যঘাত জন্মিয়েছে। এতে কবি ও তার পাঠকবর্গের প্রতি অন্যায়-অত্যাচারের জন্য আমি দায়ী। অদ্য প্রায়শ্চিত্ত করলাম।
কলিকাতা বড়দিন, ১৯২৪ |
মোহাম্মদ মোজাম্মেল হক |
গল্পসূচী