মনের মানুষ

ফিরনু যেদিন দ্বারে দ্বারে কেউ কি এসেছিল?
মুখের পানে চেয়ে এমন কেউ কি হেসেছিল?
অনেক তো সে ছিল বাঁশি,
অনেক হাসি, অনেক ফাঁসি,
কই
কেউ কি ডেকেছিল আমায়, কেউ কি যেচেছিল?
ওগো
এমন করে নয়ন-জলে কেউ কি ভেসেছিল?
তোমরা যখন সবাই গেলে হেলায় ঠেলে পায়ে,
আমার সকল সুধাটুকুন পিয়ে,
সেই তো এসে বুকে করে তুলল আপন নায়ে
আচমকা কোন্ না-চাওয়া পথ দিয়ে।
আমার যত কলঙ্কে সে
হেসে বরণ করলে এসে
আহা
বুক-জুড়ানো এমন ভালো কেউ কি বেসেছিল?
ওগো
জানত কে যে মনের মানুষ সবার শেষে ছিল।

কুমিল্লা

আষাঢ় ১৩২৮