মন্দির ১৩০৯ সালে 'কুন্তলীন' পুরষ্কার-প্রাপ্ত রচনা। রচনাটি তখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কিত মাতুল সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নামে প্রকাশিত হয়। 'কাশীনাথ' গল্প-গ্রন্থে অন্তর্ভুক্ত সাতটি গল্পের অন্যতম। 'কাশীনাথ' গল্পগ্রন্থ প্রকাশিত হয় ভাদ্র, ১৩২৪ বঙ্গাব্দ—১লা সেপ্টেম্বর, ১৯১৭ খ্রিষ্টাব্দে। ...
প্রথম প্রকাশিত হয় ১৩০৯ সালে ‘কুন্তলীন’ পত্রিকায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কিত মাতুন সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের নামে। গল্পটি লেখকের প্রথম প্রকাশিত গল্প এবং ‘কুন্তলীন’ পুরষ্কার প্রাপ্ত। পুস্তকাকারে প্রথম প্রকাশিত ‘কাশীনাথ’ গ্রন্থের অন্তর্ভুক্ত হয়ে ১৩২৪ সালের ভাদ্র (১লা সেপ্টেম্বর, ১৯১৭) মাসে।