উৎসর্গ

শ্রীবীরেন্দ্রকুমার সেনগুপ্ত

শ্রীচরণেষু

রাঙাদা’!

তোমার চোখা লেখার জন্য নয়, তোমার মোহন রূপের জন্য নয়, তোমার বুক-ভরা স্নেহের জন্য নয়, তোমার উদার উন্মুক্ত বিরাট প্রাণ-শক্তির জন্য নয়, তোমার বেদনা-রক্ত ব্যর্থতার জন্যও নয়—তোমার ভালবাসার বিপুল সাহসিক শক্তির জন্য কোনো কিছুকে না-মানার জন্য, বিদ্রোহের জন্য, তোমায় আমি রক্ত-প্রণাম জানাচ্ছি।

 

তোমার আদর-সিক্ত

ছোটভাই

নূরু