দলমল ঝলমল, শত দীপ সচঞ্চল, নিশাযোগে অট্টালিকা মাঝে। সে আলোর কিবা নিভা, চন্দ্রিকার দিবা বিভা, যেন তথা মিশিয়ে বিরাজে ।। কোটী দীপ কাঁচ মাঝে, কোটী তারা সুবিরাজে, জ্বলে যেন হিরাময় বাসে। কতই কুসুম তায়, ঝলমল শোভা পায়, প্রভাময় সকলি প্রকাশে ।। ঝক্মক্ ঝলমল, আলো মাঝে সচঞ্চল, নৃত্যকীর বসন ভূষণ। ঝকমোকে ...
দলমল ঝলমল,
শত দীপ সচঞ্চল,
নিশাযোগে অট্টালিকা মাঝে।
সে আলোর কিবা নিভা,
চন্দ্রিকার দিবা বিভা,
যেন তথা মিশিয়ে বিরাজে ।।
কোটী দীপ কাঁচ মাঝে,
কোটী তারা সুবিরাজে,
জ্বলে যেন হিরাময় বাসে।
কতই কুসুম তায়,
ঝলমল শোভা পায়,
প্রভাময় সকলি প্রকাশে ।।
ঝক্মক্ ঝলমল,
আলো মাঝে সচঞ্চল,
নৃত্যকীর বসন ভূষণ।
ঝকমোকে বেশ ধরি,
বসেছে বিরাজ করি,
কবীশ্বর পাশে কবিগণ ।।
ধীরে ধীরে বীণা বাজে,
ধীরে ধীরে নিশি মাঝে,
মৃদু মৃদু গায় বামাস্বরে।
বিদ্যা আর অবিদ্যার,
নৃত্য হবে দুজনার,
কে ছোট কে বড় জানিবারে ।।