ছবি গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাল্যরচনা ‘কোরেল’-এর সংস্কারকৃত রূপ। কোরেল গল্পের সংস্কার সাধন করে লেখক এর পটভূমি এবং চরিত্রসমূহের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন। ছবি গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৩২৬ বঙ্গাব্দে সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত ‘আগমণী’ পত্রিকার পূজাবার্ষিকী সংখ্যায়। পরে ‘বিলাসী’ ও ‘মামলার ফল’ গল্পের সহিত পুস্তকাকারে প্রকাশিত হয় ১৩২৬ বঙ্গাব্দের ...
ছবি গল্পটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাল্যরচনা ‘কোরেল’-এর সংস্কারকৃত রূপ। কোরেল গল্পের সংস্কার সাধন করে লেখক এর পটভূমি এবং চরিত্রসমূহের নাম পরিবর্তন করে নতুন নাম রাখেন। ছবি গল্পটি প্রথম প্রকাশিত হয় ১৩২৬ বঙ্গাব্দে সুরেশচন্দ্র সমাজপতি সম্পাদিত ‘আগমণী’ পত্রিকার পূজাবার্ষিকী সংখ্যায়। পরে ‘বিলাসী’ ও ‘মামলার ফল’ গল্পের সহিত পুস্তকাকারে প্রকাশিত হয় ১৩২৬ বঙ্গাব্দের মাঘ (১৬ই জানুয়ারি, ১৯২০) মাসে।