শেষ প্রশ্ন

‘শেষ প্রশ্ন’ ‘ভারতবর্ষ’ মাসিক পত্রে ধারাবাহিকভাবে ১৩৩৪ বঙ্গাব্দের শ্রাবণ, ভাদ্র, আশ্বিন,কার্তিক, মাঘ, ফাল্গুন ও চৈত্র; ১৩৩৫ বঙ্গাব্দের জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, কার্তিক, পৌষ ও ফাল্গুন; ১৩৩৬ বঙ্গাব্দের বৈশাখ, শ্রাবণ, কার্তিক, পৌষ, ফাল্গুন ও চৈত্র এবং ১৩৩৮ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যায় প্রকাশিত হয়। পরে লেখক কর্তৃক পরিমার্জিত হয়ে বিশেষ করে প্রথমাংশে বিশেষভাবে পরিবর্তিত হয়ে বৈশাখ, ১৩৩৮ বঙ্গাব্দ—২রা মে, ১৯৩১ খৃষ্টাব্দে প্রথম পুস্তকাকারে প্রকাশিত হয়।

‘শেষ প্রশ্ন’ শরৎচন্দ্রের, সম্ভবত তাঁর লেখা সবচেয়ে পরিবর্তন আনয়নকারী উপন্যাসের মধ্যে শ্রেষ্ঠ। ১৯৩১ সালে প্রথম প্রকাশের পর বিরাট আলোড়ন সৃষ্টি হয় সংরক্ষনশীল সমালোচকদের দ্বারা। তবে সাধারণ পাঠক বিশেষত মহিলা পাঠকদের অত্যুৎসাহী সমর্থন লাভ করে। শেষ প্রশ্ন সময়কে ছাপিয়ে সকল বয়সের পাঠকদেরই হৃদয়কে স্পর্শ করে। কাহিনীর নায়িকা কমল সময়ের হিসাবে একটি ব্যতিক্রমী চরিত্র। নিজ জীবনের নিয়ন্ত্রিতা সে, বহু পুরুষের তার সম্পর্ক, দারিদ্র্যর ক্লেশ তার চেহারায় ছাপ ফেলেছিল, আগ্রার বাঙ্গালী সমাজের প্রতিনিধি হিসাবে তার চরিত্র চিত্রিত করেছেন লেখক। কমল চরিত্রের মধ্যে দিয়ে লেখক সমগ্র ভারতীয় সনাতন রীতি-নীতি, স্বাদেশীকতা, নারীত্ববাদকে প্রশ্নের সম্মুখীন তুলে ধরেছেন।